বাঁশগাড়ি আদর্শ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
[caption id="attachment_1480" align="aligncenter" width="337"] বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও ভৈরব উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জাবেদ ওমর কবির বক্তব্য দিচ্ছেন ।[/caption]
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও দলীয় ঐক্যের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি জাবেদ ওমর কবির বলেন,
"রমজান সংযমের মাস। এই সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
অন্যান্য নেতারা বলেন, "বর্তমান সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর শক্তিশালী ভূমিকা রাখা জরুরি। জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকবো। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও ভৈরব উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জাবেদ ওমর কবির। গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রতন মিয়া মেম্বার। গজারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ সাত্তার সরকার। ভৈরব উপজেলা বিএনপির নেতা মোঃ রফিক মিয়া মেম্বার। গজারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবারক আলী। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, মোঃ কামাল মিয়া। ভৈরব উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত আদনান রনি, রাব্বি হাসান নয়ন। গজারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ বাদল। গজারিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মীর তারেক। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার। যুবদলের সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম। গজারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক মিয়া। সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এন কে সোহেল, আয়তুল্লাহ সরকার। গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলিফ সরকার রিসান। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশিম ভূইয়া। ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হারিছ মিয়া। ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল আমিন। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল্লাহ মিয়া। ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া। ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া। ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাদাৎ। ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরু মিয়া। ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিষ্টু মিয়া। ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া। সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম কামরুল, মাজহারুল ইসলাম প্রধান। ছাত্রদল নেতা মোমেন ও মোঃ জাহিদ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।